অর্থনীতি ১মপড়ালেখাব্যবসায় শিক্ষা বিভাগমানবিক বিভাগসর্বশেষ

অর্থনীতি

নমুনা প্রশ্ন

প্রশ্ন-০১
উৎপাদন(Q) মোট স্থির ব্যয়(TFC)  মোট পরিবর্তনশীল ব্যয় (TVC)
১০০ ৬০
১০০ ১০০
১০০ ২৬০
৪  ১০০ ৫০০

ক) মোট আয় কী? 

খ) মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান- ব্যাখ্যা করো।

গ) উদ্দীপকের আলোকে TC নির্ণয় করো।

ঘ) উদ্দীপকের তথ্য হতে  AC নির্ণয় কর এবং AC  রেখা অঙ্কন  পূর্বক এর আকৃতির উপর মন্তব্য করো।                

প্রশ্ন-২।

করিম মিয়ার কৃষি খামারে অন্যান্য উপকরণ ও কলাকৌশল স্থির রেখে শুধু শ্রমের নিয়োগ বৃদ্ধি করার কারণে মোট উৎপাদন  বৃদ্ধির পরিমাণ নিম্নের ছকে দেখানো হলো:

শ্রম নিয়োগ  মোট উৎপাদন 
১  ৪ মণ
১০ মণ
১৪ মণ
১৭ মণ 

ক) ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি কী?

খ) দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন? ব্যাখ্যা করো। 

গ) উদ্দীপকের আলোকে একটি মোট উৎপাদন রেখা অঙ্কন করো। 

ঘ) উদ্দীপকে উৎপাদনের যে বিধিটি প্রকাশ পায় কৃষিক্ষেত্রে এর কার্যকারিতা ব্যাখ্যা করো।

প্রশ্ন-৩।

কৃষক বেলাল তার জমিতে প্রতি বছর একই ফসল চাষ করে। এতে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ায় ফসল উৎপাদন কম হয়। এমতাবস্থায় সে  ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলে। তার বন্ধু জামিলের পরামর্শ অনুযায়ী গ্রাম্য মহাজনের নিকট  থেকে ঋণ না নিয়ে ব্যাংক থেকে ঋণ নেয় এবং একই জমিতে বছরে তিনটি ফসল  উৎপাদন করে। প্রথমে মরিচ, তারপর সরিষা এবং সবশেষে সে ধান উৎপাদন করে । এখন তার ধান উৎপাদন অনেক বেশি।

ক) কৃষি কী?

খ) কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থান কে কীভাবে প্রভাবিত করে ? 

গ) উদ্দীপকে পরবর্তী তে বেলাল কোন উৎস হতে ঋণ গ্রহণ করে? ব্যাখ্যা করো।

ঘ) উদ্দীপকে বেলাল পরবর্তীতে  যে ধরনের চাষাবাদ পদ্ধতি  ব্যবহার করেন বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব ব্যাখ্যা করো। 

প্রশ্ন-০৪।

জয়নাল  আয়নাল দু’জনই কৃষক। তবে তাদের চাষাবাদের প্রকৃতি ও ফসলের ব্যবহারে ভিন্নতা আছে। জসিম জমি চাষ শুধুমাত্র পারিবারিক চাহিদা পূরণ করতে পারে কিন্তু আয়নাল পারিবারিক চাহিদা পূরণের পরেও উৎপাদিত ফসলের বেশির ভাগ বিক্রি করে দেয়। ফলে আয়নাল ধীরে ধীরে উন্নতি লাভ করতে থাকে। 

ক) কৃষি বিপণন কী? 

খ) বৈশ্বিক উষ্ণতা কৃষি কাজের উপর নেতিবাচক প্রভাব পড়ে ব্যাখ্যা করো ।

গ)  জসিমের খামারের ধরন ব্যাখ্যা করো।

ঘ)  আয়নালের খামার পদ্ধতি জসিমের খামারের  চেয়ে উন্নততর-ব্যাখ্যা করো । 

প্রশ্ন-০৫।

১,৪৭,৫৭০ বর্গ কি.মি. আয়তনবিশিষ্ট একটি দেশের জনসংখ্যার কাঠামো নিম্নরূপ : 

২০১৬ সালের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা ২০১৬ সালের মোট জন্মসংখ্যা ২০১৬ সালের মোট মৃত্যুসংখ্যা
১৬,০০,০০,০০০ ৩০,০০,০০০ ৮,০০,০০০

ক) নিট অভিবাসন কী? 

খ) কাম্য জনসংখ্যা তত্ত্বের মূলভাব লেখ। 

গ) উদ্দীপক থেকে স্থূল জন্মহার  নির্ণয় করো।

ঘ) উদ্দীপকের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো। দেশটি জনবহুল হলে তার সমাধানের জন্য তোমার মতামত ব্যক্ত করো । 

প্রশ্ন-০৬।

‘A’ একটি উন্নয়নশীল দেশ। নিম্নে ‘A’ দেশের জনসংখ্যা ও  খাদ্য উৎপাদনের পরিমাণ দেখানো হলোঃ 

সাল  ১৯৪৫ ১৯৭০ ২০২০
জনসংখ্যা ৪ কোটি  ৮ কোটি  ৩২ কোটি 
খাদ্য উৎপাদন  ২ একক  ৩ একক  ৪ একক 

দেশটির বেশিরভাগই অশিক্ষিত। এরা সমাজের বোঝা হয়ে থাকছে । তবে এইসব লোক কে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারবে।

ক) মৃত্যুহারের সূত্র টি লেখ।              

খ) আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক- ব্যাখ্যা করো।    

গ) উদ্দীপকের তথ্য সমূহ কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো ।

ঘ) উদ্দীপকে অশিক্ষিত জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে অর্থনীতির কোন বিষয়টিকে নির্দেশ করছে এবং শিক্ষা ও প্রশিক্ষণ কিভাবে বিষয়টির সাথে জড়িত – ব্যাখ্যা করো । 

প্রশ্ন-০৭।

B দেশে ২০১৬ সালে সামগ্রিক দামস্তর ১৩০ টাকা।উৎপাদন ১০০ এককে স্থির অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি , ক্রয়ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কারণে ২০১৮ সালে সামগ্রিক দামস্থর বেড়ে হয় ১৯০ টাকা । এর ফলে সীমিত আয়ের লোক, ঋণদাতাদের উপর প্রভাব পড়ে। 

ক) মৃদু মুদ্রাস্ফীতি কী? 

খ) পরোক্ষ কর মুদ্রাস্ফীতি কে প্রভাবিত করে ব্যাখ্যা করো । 

গ) উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো । 

ঘ) উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি ঘটেছে চিত্র অঙ্কন পূর্বক সমাজে এর প্রভাব ব্যাখ্যা করো । 

প্রশ্ন-০৮। 

দ্রব্য  পরিমাণ  ভিত্তি বছরের দাম  বর্তমান বছরের  দাম 
x ২০ ৪০ 
y ৩০ ৬০ 

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে সরকার ব্যাংক হার বৃদ্ধি, নগদ জমার হার পরিবর্তন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করে ।

ক) সূচক সংখ্যা কী? 

খ) ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো । 

গ) প্রদত্ত তথ্যের ভিত্তি CPI পদ্ধতিতে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। 

ঘ) উদ্দীপকে  সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের কোন পদ্ধতি ব্যবহার করেছে উল্লেখপূর্বক  তা কীভাবে কাজ করে ব্যাখ্যা করো। 

প্রশ্ন-০৯।

ক) মনোপসনি বাজার কী?

খ) একচেটিয়া প্রতিযোগিতা মূলক বাজারের ধারণা দাও । 

গ) উদ্দীপকে  A  কোন বাজারের কে নির্দেশ করে? ব্যাখ্যা করো। 

ঘ) উদ্দীপকে B কোন বাজার কে নির্দেশ করে উল্লখপূর্বক এই বাজারের AR রেখার এরূপ আকৃতির কারণ বিশ্লেষন করো ।

প্রশ্ন-১০।

 

ক) বাজার কী? 

খ) স্বল্পকালীন বাজারে দাম কিসের দ্বারা প্রভাবিত হয়? 

গ) উদ্দীপকের আলোকে ফার্মের মুনাফা নির্ণয় করো ।

ঘ) যদি  AC= 25    এবং   AVC=15 হয় তাহলে ফার্ম কী ধরনের ভারসাম্য অর্জন করে?  এক্ষেত্রে ফার্মের উৎপাদন সিদ্ধান্ত  কী হবে?ব্যাখ্যা করো।

 

প্রশ্ন-১১। 

আসলাম অ্যান্ড সন্স’ রাজশাহীর একটি বিখ্যাত প্লাস্টিক চেয়ার উৎপাদনকারী ফার্ম। নিচে ফার্মটির উৎপাদন চিত্র দেওয়া হলোঃ

উৎপাদন  মোট স্থির ব্যয় মোট ব্যয়
৩০ লক্ষ ৩০লক্ষ 
১০ ৩০ লক্ষ ৩৬ লক্ষ 
২০ ৩০লক্ষ ৪২লক্ষ
৩০ ৩০লক্ষ ৫৪লক্ষ
৪০ ৩০লক্ষ  ৮০লক্ষ
৫০ ৩০লক্ষ  ১৫০লক্ষ 

ক) প্রান্তিক আয় কী?

খ) শ্রম কে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় কেন?

গ) উদ্দীপক হতে মোট পরিবর্তনশীল ব্যয় (TVC) রেখাটি অঙ্কন করো। 

ঘ) উদ্দীপক হতে প্রাপ্ত গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) রেখার আকৃতির ওপর মন্তব্য করো।

Related Articles

Leave a Reply

Back to top button