০১। পুঞ্জীভূত অবচয় হিসাব একটি—
ক) সম্পদ হিসাব
খ) দায় হিসাব
গ) বিপরীত দায় হিসাব
ঘ) বিপরীত সম্পদ হিসাব
উত্তরঃ (ঘ)
০২। অবচয় নির্ধারণে কোনটি বিবেচ্য নয়?
ক) ক্রয়মূল্য
খ) বাজারমূল্য
গ) ভগ্নাবশেষ মূল্য
ঘ. অবচয়যোগ্য মূল্য
উত্তরঃ (খ)
০৩। অবচয় হলো—
i. অনগদ লেনদেন
ii. অদৃশ্যমান লেনদেন
iii. স্থায়ী সম্পত্তির ব্যয় বণ্টন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ (ঘ)
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :
পদ্মা লি.-এর যন্ত্রপাতির ক্রয়মূল্য ৪,০০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ৪০,০০০ টাকা এবং ১৫% ভ্যাট প্রদান করেন। যন্ত্রটির আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা ।
০৪। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ কত?
ক) ৪০,০০০ টাকা
খ) ৪৪,০০০ টাকা
গ) ৪৮,০০০ টাকা
ঘ) ৫০,০০০টাকা
উত্তরঃ (গ)[বার্ষিক অবচয় = অবচয়যোগ্য মূল্য ÷ আয়ুস্কাল = {(৪,০০,০০০ + ৬০,০০০ + ৪০,০০০) – ২০,০০০} ÷ ১০ = ৪৮,০০০ টাকা]
০৫। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের ফলে আর্থিক বিবরণীতে প্রভাব পড়বে-
i. সম্পত্তির মূল্য হ্রাস পাবে
ii. মুনাফা বৃদ্ধি পাবে
iii. মালিকানাস্বত্ব হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ (খ)
০৬। কার্যপত্র তৈরি করা হয় সাধারণত–
ক) খতিয়ান তৈরির পর
খ) রেওয়ামিল তৈরির পূর্বে
গ) আর্থিক বিবরণী তৈরির পূর্বে
ঘ) আর্থিক বিবরণী তৈরির পর
উত্তরঃ (গ)
০৭। আট ঘরা কার্যপত্রে নিচের কোন শিরোনাম প্রয়োজন নাই?
ক) সমন্বয় জাবেদা
খ) সমন্বিত রেওয়ামিল
গ) আয় বিবরণী
ঘ) আর্থিক অবস্থার বিবরণী
উত্তরঃ (খ)
০৮। বহুল ব্যবহৃত কার্যপত্র তৈরি করতে কয়টি কলামের প্রয়োজন?
ক) ১২
খ) ১০
গ) ৮
ঘ) ৬
উত্তরঃ (খ)
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :
মুনতাসির কোম্পানি ১ জানুয়ারি ২০২২ তারিখে একটি মেশিন ক্রয় করল। মেশিনটির ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা; আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা।
০৯। ক্রমহ্রাসান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত হবে?
ক) ১০%
খ) ২০%
গ) ৩০%
ঘ) ৪০%
উত্তরঃ (খ)
[বার্ষিক অবচয়ের হার = (১ ÷ আয়ুস্কাল) × ১০০ × ২ = ১ ÷ ১০ × ১০০ × ২ = ২০% ]
১০। ক্রমহ্রাসান জের পদ্ধতিতে ২য় বছরের অবচয় কত টাকা?
ক) ১০,০০০
খ) ১৬,০০০
গ) ১৯,০০০
ঘ) ২০,০০০
উত্তরঃ (খ)
[২য় বছরের অবচয় = (১,০০,০০০-২০,০০০) × ২০% = ১৬,০০০টাকা]
১১। কার্যপত্র হলো-
i. হিসাবচক্রের ঐচ্ছিক ধাপ
ii. ৮/১০/১২ ঘর বিশিষ্ট হতে পারে
iii. বছরের শুরুতে প্রস্তুত করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ (ক)
১২। নিচের কোনটি স্পর্শনীয় স্থায়ী সম্পদ?
ক) বিলম্বিত বিজ্ঞাপন
খ) সুনাম
গ) পেটেন্ট
ঘ) দালানকোঠা
উত্তরঃ (ঘ)
১৩। শেয়ার আবেদনের টাকা ১৯০ দিনের মধ্যে ফেরত না দিলে কত % হারে সুদ দিতে হয়?
ক) ৬%
খ) ৭% .
গ) ৮%
ঘ) ৯%
উত্তরঃ (ক)
১৪। শেয়ার বিক্রির জন্য কোন দলিলটি প্রয়োজন হয়?
ক) বিবরণপত্র
খ) সংঘবিধি
গ) কার্যারম্ভের অনুমতিপত্র
ঘ) সংঘস্মারক
উত্তরঃ (গ)
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :
আবীর কোং লিমিটেডের অনুমোদিত মূলধন ১০ টাকা করে ৫,০০,০০০ শেয়ার । কোম্পানি ৮০% শেয়ার ১০% অবহারে ইস্যু করে।
১৫। আবীর কোং লিমিটেডের ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত?
ক) ৪০,০০০
খ) ৫০,০০০
গ) ৪,০০,০০০
ঘ) ৫,০০,০০০
উত্তরঃ (গ)
[ইস্যুকৃত শেয়ারের সংখ্যা = ৫,০০,০০০ × ৮০% = ৪,০০,০০০ ]
১৬। শেয়ার অবহারের পরিমাণ কত টাকা?
ক) ৪,০০,০০০
খ) ৫,০০,০০০
গ) ৪০,০০,০০০
ঘ) ৫০,০০,০০০
উত্তরঃ (ক)
[শেয়ার অবহারের পরিমাণ = ইস্যুকৃত শেয়ারের সংখ্যা × শেয়ার প্রতি অবহার = ৪,০০,০০০ ×১ টাকা = ৪,০০,০০০ টাকা]
১৭। নিচের কোনটি দীর্ঘমেয়াদি দায়?
ক) ঋণপত্র
খ) পাওনাদার
গ) ব্যাংক জমাতিরিক্ত
ঘ) প্রদেয় বিল
উত্তরঃ (ক)
১৮। রেওয়ামিলে আসবাবপত্র দেওয়া আছে ৮০,০০০ টাকা। সমন্বয়ে চলতি বছরের মাঝামাঝি আসবাবপত্র ক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়েছে। ১০% অবচয় ধরা হলে অবচয়ের পরিমাণ কত?
ক) ১০,০০০ টাকা
খ) ৮,০০০ টাকা
গ) ৭,০০০ টাকা
ঘ) ৬,০০০ টাকা
উত্তরঃ (গ)
[অবচয়ের পরিমাণ ={(৮০,০০০ – ২০,০০০) × ১০% + (২০,০০০ × ১০% × ৬÷১২} = ৬,০০০ + ১,০০০ = ৭,০০০টাকা]
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :
ABC কোম্পানি লি. এর বিক্রয় ৬০,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ৪০,০০০ টাকা। অপরিচালন আয় ২,০০০ টাকা এবং অপরিচালন ব্যয় ৪,০০০ টাকা হলে-
১৯। করপূর্ব নিট মুনাফা কত?
ক) ৯৮,০০০ টাকা
খ) ৪৬,০০০ টাকা
গ) ২২,০০০ টাকা
ঘ) ১৮,০০০ টাকা
উত্তরঃ (ঘ)
[করপূর্ব নিট মুনাফা = ৬০,০০০ – ৪০,০০০ + ২,০০০ – ৪,০০০ = ১৮,০০০ টাকা]
২০। আয়করের হার ৪০% হলে কর পরবর্তী নিট মুনাফা কত?
ক) ৫৮,৮০০ টাকা
খ) ২৭,৬০০ টাকা
গ) ১৩,২০০ টাকা
ঘ) ১০,৮০০ টাকা
উত্তরঃ (ঘ)
[করপূর্ব নিট মুনাফা = (৬০,০০০ – ৪০,০০০ + ২,০০০ – ৪,০০০) – (১৮,০০০ × ৪০%) = ১৮,০০০ – ৭,২০০ = ১০,৮০০ টাকা]
২১। ব্যবস্থাপনা প্রতিনিধির কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফার ওপর ৫% হারে কমিশন দিতে হলে কমিশন ধার্য করতে হবে—
ক) ১০০ টাকায় ৫ টাকা হারে
খ) ৯৫ টাকায় ৫ টাকা হারে
গ) ১০০ টাকায় ৯৫ টাকা হারে
ঘ) ১০৫ টাকায় ৫ টাকা হারে
উত্তরঃ (ঘ)
২২। যখন কোম্পানি নিজের শেয়ার ক্রয় করে তখন তাকে বলে—
ক) বোনাস শেয়ার
খ) অগ্রাধিকারযুক্ত শেয়ার
গ) ট্রেজারি শেয়ার
ঘ) সাধারণ শেয়ার
উত্তরঃ (গ)
২৩। মনিহারি ক্রয় ৫,০০০ টাকা, প্রারম্ভিক মনিহারি ১,০০০ টাকা এবং সমাপনী মনিহারি ৩,০০০ টাকা হলে ব্যবহৃত মনিহারির পরিমাণ কত?
ক) ৩,০০০ টাকা
খ) ৪,০০০ টাকা
গ) ৬,০০০ টাকা
ঘ) ৭,০০০ টাকা
উত্তরঃ (ক)
[ব্যবহৃত মনিহারি = (১,০০০ + ৫,০০০) – ৩,০০০ =৩,০০০ টাকা]
২৪। কোম্পানির শেয়ার যে মূল্যে ইস্যু করা হয়—
i. সমহারে
ii. অধিহারে
iii. অবহারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ (ঘ)
২৫। মোট শেয়ার ২০,০০০ এবং শেয়ারপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা। শেয়ার প্রতি ২ টাকা অধিহারসহ কোম্পানি ১৬,০০০টি শেয়ার ইস্যু করলে কোম্পানির শেয়ার মূলধন কত?
ক) ২,০০,০০০ টাকা
খ) ১,৯২,০০০ টাকা
গ) ১,৬০,০০০ টাকা
ঘ) ১,২৮,০০০ টাকা
উত্তরঃ (গ)
[শেয়ার মূলধন = ১৬,০০০ শেয়ার × ১০ টাকা = ১,৬০,০০০ টাকা]
২৬। অনুমোদিত মূলধনের যে অংশ বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রচার করা হয় তাকে কী বলে?
ক) অনুমোদিত মূলধন
খ) ইস্যুকৃত মূলধন
গ) বিলিকৃত মূলধন
ঘ) তলবকৃত মূলধন
উত্তরঃ (খ)
২৭। অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা ফেরত প্রদানের জন্য জাবেদা কী হবে?
ক) ব্যাংক হিসাব ডে: /শেয়ার আবেদন হিসাব ক্রে:
খ) শেয়ার মূলধন হিসাব ডে:/ ব্যাংক হিসাব ক্রে:
গ) শেয়ার আবেদন হিসাব ডে:/ শেয়ার মূলধন হিসাব ক্রে:
ঘ) শেয়ার আবেদন হিসাব ডে:/ ব্যাংক হিসাব ক্রে:
উত্তরঃ (ঘ)
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :
প্রারম্ভিক মজুদ পণ্য ৫০,০০০ টাকা, পণ্য ক্রয় ৭৫,০০০ টাকা, মজুরি ১,০০০ টাকা, বেতন ১,৫০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৪৮,৫০০ টাকা, বিক্রয় ১,০২,৫০০ টাকা, বিক্রয় ফেরত ২,৫০০ টাকা।
২৮। মিতা কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত?
ক) ৭৯,০০০ টাকা
খ) ৭৭,৫০০ টাকা
গ) ৭৬,৫০০ টাকা
ঘ) ৭২.৫০০ টাকা
উত্তরঃ (খ)
[বিক্রিত পণ্যের ব্যয় = (৫০,০০০ + ৭৫,০০০ + ১,০০০) – ৪৮,৫০০ = ৭৭,৫০০ টাকা]
২৯। মিতা কোম্পানির হিসাব বছর শেষে বকেয়া বেতনের পরিমাণ ছিল ১,০০০ টাকা যা সমন্বয় করা হলে-
i. মোট মুনাফার পরিমাণ কমবে
ii. নিট মুনাফার পরিমাণ কমবে
iii. মোট বেতন ২,৫০০ টাকা হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ (ঘ)
৩০। বিজ্ঞাপন খরচ ৫০,০০০ টাকা এবং বিনামূল্যে পণ্য বিতরণ ১০,০০০ টাকা যা ৫ বছরে অবলোপন করতে হবে। চলতি বছরের বিজ্ঞাপন খরচ কত টাকা?
ক) ৬০,০০০ টাকা
খ) ৪০,০০০ টাকা
গ) ১২,০০০ টাকা
ঘ) ১০,০০০ টাকা
উত্তরঃ (গ)
[বিজ্ঞাপন খরচ = (৫০,০০০+১০,০০০) ÷ ৫ = ১২,০০০ টাকা]
0 1,167 4 minutes read