পড়ালেখাব্যবসায় শিক্ষা বিভাগসর্বশেষহিসাববিজ্ঞান ১ম

অধ্যায়-০১ঃ হিসাববিজ্ঞান পরিচিতি

ব্যবহারিক সমস্যা ও সমাধান (লেনদেন সংক্রান্ত)

সমস্যা-০১

জনাব এম আর মনসুর নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার অফিস সরঞ্জাম নিয়ে ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তাঁর ব্যবসায়ের কতিপয় ঘটনা নিচে দেওয়া হলোঃ

জানু-০২ কর্মসংস্থান ব্যাংক হিসাব খোলা হলো ২৫,০০০ টাকা।
জানু-০৫ পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো ১৫,০০০ টাকা।
জানু-০৮ ১৫,০০০ টাকা বেতন ধার্যপূর্বক একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো।
জানু-১০ ইশিতা এন্টারপ্রাইজের নিকট হতে  ৫,০০০ টাকার অফিস সাপ্লাইজ ক্রয়। 
জানু-১২ নগদে অগ্রিম অফিস ভাড়া প্রদান ১০,০০০ টাকা।
জানু-২০ ধারে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
জানু-২৫ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৩,০০০ টাকা।
জানু-৩১ পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।

ক) লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে পরিমাণ নির্ণয় করো। 

খ) ১-১২ জানুয়ারি পর্যন্ত লেনদেনসমূহের সাথে জড়িত হিসাবগুলি চিহ্নিত করে তাদের স্বাভাবিক জের উল্লেখ করো।

গ) মাস শেষে মালিকানাস্বত্ত্বের পরিমাণ নির্ণয় করো। 

সমাধানঃ 

ক) লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে পরিমাণ নির্ণয়ঃ 

তারিখ বিবরণ টাকা
জানু-০৫ পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো  ১৫,০০০ 
জানু-০৮ একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো। ১৫,০০০
সর্বমোট= ৩০,০০০

খ) ১-১২ জানুয়ারি পর্যন্ত লেনদেনসমূহের সাথে জড়িত হিসাবগুলি চিহ্নিতকরণ ও স্বাভাবিক জের নির্ণয় করোঃ 

তারিখ বিবরণ জড়িত হিসাবগুলি স্বাভাবিক জের
২০২৩ খ্রি:

জানু-০১

নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসায় শুরু করেন। মূলধন হিসাব

নগদান হিসাব

অফিস সরঞ্জাম হিসাব

ক্রেডিট

ডেবিট

ডেবিট

জানু-০২ কর্মসংস্থান ব্যাংক হিসাব খোলা হলো ২৫,০০০ টাকা। কর্মসংস্থান ব্যাংক হিসাব

নগদান হিসাব

ডেবিট

ডেবিট

জানু-১০ ইশিতা এন্টারপ্রাইজের নিকট হতে  ৫,০০০ টাকার অফিস সাপ্লাইজ ক্রয়। অফিস সাপ্লাইজ হিসাব

প্রদেয় হিসাব-ইশিতা এন্টারপ্রাইজ

ডেবিট

ক্রেডিট

জানু-১২ নগদে অগ্রিম অফিস ভাড়া প্রদান ১০,০০০ টাকা। অফিস ভাড়া হিসাব

নগদান হিসাব

ডেবিট

ডেবিট

গ) মাস শেষে মালিকানাস্বত্ত্বের পরিমাণ নির্ণয়ঃ 

তারিখ বিবরণ টাকা
জানু-০১ প্রাথমিক মূলধন:  (নগদ ১,০০,০০০ টাকা + অফিস সরঞ্জাম ৫০,০০০ টাকা) ১,৫০,০০০
জানু-১০ ইশিতা এন্টারপ্রাইজের নিকট হতে  অফিস সাপ্লাইজ ক্রয় (৫,০০০)
জানু-১২ নগদে অগ্রিম অফিস ভাড়া প্রদান (১০,০০০)
জানু-২০ ধারে পণ্য ক্রয় (২০,০০০)
জানু-২৫ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন (৩,০০০)
জানু-৩১ পণ্য বিক্রয় ২৫,০০০
মাস শেষে মালিকানাস্বত্ত্ব = ১,৩৭,০০০

Related Articles

Leave a Reply

Back to top button