ব্যবহারিক সমস্যা ও সমাধান (লেনদেন সংক্রান্ত)
সমস্যা-০১
জনাব এম আর মনসুর নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার অফিস সরঞ্জাম নিয়ে ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তাঁর ব্যবসায়ের কতিপয় ঘটনা নিচে দেওয়া হলোঃ
| জানু-০২ | কর্মসংস্থান ব্যাংক হিসাব খোলা হলো ২৫,০০০ টাকা। |
| জানু-০৫ | পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো ১৫,০০০ টাকা। |
| জানু-০৮ | ১৫,০০০ টাকা বেতন ধার্যপূর্বক একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো। |
| জানু-১০ | ইশিতা এন্টারপ্রাইজের নিকট হতে ৫,০০০ টাকার অফিস সাপ্লাইজ ক্রয়। |
| জানু-১২ | নগদে অগ্রিম অফিস ভাড়া প্রদান ১০,০০০ টাকা। |
| জানু-২০ | ধারে পণ্য ক্রয় ২০,০০০ টাকা। |
| জানু-২৫ | ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৩,০০০ টাকা। |
| জানু-৩১ | পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা। |
ক) লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে পরিমাণ নির্ণয় করো।
খ) ১-১২ জানুয়ারি পর্যন্ত লেনদেনসমূহের সাথে জড়িত হিসাবগুলি চিহ্নিত করে তাদের স্বাভাবিক জের উল্লেখ করো।
গ) মাস শেষে মালিকানাস্বত্ত্বের পরিমাণ নির্ণয় করো।
সমাধানঃ
ক) লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে পরিমাণ নির্ণয়ঃ
| তারিখ | বিবরণ | টাকা |
| জানু-০৫ | পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো | ১৫,০০০ |
| জানু-০৮ | একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হলো। | ১৫,০০০ |
| সর্বমোট= | ৩০,০০০ |
খ) ১-১২ জানুয়ারি পর্যন্ত লেনদেনসমূহের সাথে জড়িত হিসাবগুলি চিহ্নিতকরণ ও স্বাভাবিক জের নির্ণয় করোঃ
| তারিখ | বিবরণ | জড়িত হিসাবগুলি | স্বাভাবিক জের |
| ২০২৩ খ্রি:
জানু-০১ |
নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসায় শুরু করেন। | মূলধন হিসাব
নগদান হিসাব অফিস সরঞ্জাম হিসাব |
ক্রেডিট
ডেবিট ডেবিট |
| জানু-০২ | কর্মসংস্থান ব্যাংক হিসাব খোলা হলো ২৫,০০০ টাকা। | কর্মসংস্থান ব্যাংক হিসাব
নগদান হিসাব |
ডেবিট
ডেবিট |
| জানু-১০ | ইশিতা এন্টারপ্রাইজের নিকট হতে ৫,০০০ টাকার অফিস সাপ্লাইজ ক্রয়। | অফিস সাপ্লাইজ হিসাব
প্রদেয় হিসাব-ইশিতা এন্টারপ্রাইজ |
ডেবিট
ক্রেডিট |
| জানু-১২ | নগদে অগ্রিম অফিস ভাড়া প্রদান ১০,০০০ টাকা। | অফিস ভাড়া হিসাব
নগদান হিসাব |
ডেবিট
ডেবিট |
গ) মাস শেষে মালিকানাস্বত্ত্বের পরিমাণ নির্ণয়ঃ
| তারিখ | বিবরণ | টাকা |
| জানু-০১ | প্রাথমিক মূলধন: (নগদ ১,০০,০০০ টাকা + অফিস সরঞ্জাম ৫০,০০০ টাকা) | ১,৫০,০০০ |
| জানু-১০ | ইশিতা এন্টারপ্রাইজের নিকট হতে অফিস সাপ্লাইজ ক্রয় | (৫,০০০) |
| জানু-১২ | নগদে অগ্রিম অফিস ভাড়া প্রদান | (১০,০০০) |
| জানু-২০ | ধারে পণ্য ক্রয় | (২০,০০০) |
| জানু-২৫ | ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন | (৩,০০০) |
| জানু-৩১ | পণ্য বিক্রয় | ২৫,০০০ |
| মাস শেষে মালিকানাস্বত্ত্ব = | ১,৩৭,০০০ |
