পড়ালেখাব্যবসায় শিক্ষা বিভাগসর্বশেষহিসাববিজ্ঞান ২য়

অংশীদারি ব্যবসায়ের হিসাব: বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন:

প্রশ্ন: পৌরসভার মধ্যে অংশীদারি ব্যবসায় গঠনে কোনটি প্রয়োজন হয়?
ক. নিবন্ধন পত্র 
খ. ট্রেড লাইসেন্স  
গ. প্রত্যয়নপত্র 
ঘ. কার্য আরম্ভের অনুমতি

উত্তর: (খ)

প্রশ্ন: কোন ধরনের ব্যক্তি অংশীদারি কারবারের সদস্য হতে পারে না?
ক. সাবালক 
খ. প্রাপ্তবয়স্ক 
গ. নাবালক 
ঘ. বিধবা নারী

উত্তর: (গ)

প্রশ্ন: নিচের কোনটি অংশীদারি ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক?
ক. চুক্তি 
খ. দলিল 
গ. নিবন্ধন  
ঘ. আইনগত সত্তা

উত্তর: (ক)

প্রশ্ন: কোনো অংশীদার ব্যবসায়ে ক্ষতিসাধন করলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যাবে?
ক. তাকে বহিষ্কার করা যাবে 
খ. তার কমিশন কর্তন করা যাবে
গ. সম্মিলিতভাবে সবাই দায়ী হবে 
ঘ. তার বিরুদ্ধে মামলা করা যাবে

উত্তর: (ঘ)

প্রশ্ন: কখন অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কার্য সম্পন্ন হয়?
ক. নিবন্ধক স্বাক্ষর করলে 
খ. নিবন্ধকের সিলমোহর দিলে 
গ. নিবন্ধক আবেদন পড়ে সন্তুষ্ট হলে 
ঘ. নিবন্ধক স্বাক্ষর ও সিলমোহর দিলে

উত্তর: (ঘ)

প্রশ্ন: কোন ক্ষেত্রে প্রতিষ্ঠানের সম্পদ উদ্ধারের জন্য অংশীদাররা আদালতে মামলা করতে পারবে?
ক. নিবন্ধিত চুক্তির ক্ষেত্রে 
খ. লিখিত চুক্তির ক্ষেত্রে 
গ. প্রতিষ্ঠান বিলুপ্তির পর 
ঘ. অনিবন্ধিত ও নিবন্ধিত চুক্তির ক্ষেত্রে

উত্তর: (ক)

প্রশ্ন: অংশীদারি ব্যবসায়ের আর্থিক বিবরণীতে মুনাফা–সংক্রান্ত হিসাবের অংশে কোন হিসাবটি প্রস্তুত করা হয়?
ক. লাভ–লোকসান বণ্টন 
খ. লাভ–লোকসান 
গ. অতিরিক্ত মূলধন 
ঘ. সমন্বিত লাভ–লোকসান

উত্তর: (ক)

প্রশ্ন: চুক্তিপত্রে উল্লেখ না থাকলে অংশীদারদের অধিকার কেমন হবে?
ক. কম 
খ. বেশি
গ. সমান 
ঘ. মূলধন অনুপাত

উত্তর: (গ)

প্রশ্ন: অংশীদারদের সঙ্গে ব্যবসায়ের দেনা–পাওনা সমন্বয় করে কী নির্ণয় করা হয়?
ক. প্রকৃত মুনাফা 
খ. মোট মুনাফা 
গ. সঞ্চিত মুনাফা 
ঘ. বণ্টনযোগ্য মুনাফা বা ক্ষতি

উত্তর: (ঘ)

প্রশ্ন: লাভ–লোকসান আবণ্টন হিসাবের ব্যালেন্স কোথায় স্থানান্তর করা হয়?
ক. লাভ–লোকসান হিসাব 
খ. আর্থিক বিবরণীতে 
গ. মূলধন বা চলতি হিসাবে 
ঘ. স্থিতিশীল মূলধন হিসাবে

উত্তর: (গ)

প্রশ্ন: লাভ–লোকসান হিসাব প্রস্তুত বাধ্যতামূলক কেন?
ক. বণ্টনযোগ্য মুনাফা নির্ণয় করা হয় বলে
খ. মুনাফা নির্ণয়ের লক্ষ্যে প্রস্তুত হয় বলে 
গ. আর্থিক বিবরণীর একটি ধাপ বলে 
ঘ. এটি ছাড়া আর্থিক বিবরণী প্রস্তুত অসম্ভব বলে

উত্তর: (খ)

প্রশ্ন: অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণের পদ্ধতি কয়টি?
ক. ২টি 
খ. ৩টি 
গ. ৪টি 
ঘ. ৫টি

উত্তর: (ক)

প্রশ্ন: অংশীদারি ব্যবসায় নিবন্ধনের দ্বারা কোনটি ঘটে?
ক. খরচ বৃদ্ধি পায় 
খ. আইনগত সত্তার সৃষ্টি হয় 
গ. আন্তর্জাতিক ব্যবসায় করা যায় 
ঘ. দায় কমে

উত্তর: (খ)

প্রশ্ন: কোন অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক?
ক. সীমিত 
খ. ঐচ্ছিক 
গ. বিশেষ 
ঘ. ব্যাংকিং

উত্তর: (ক)

প্রশ্ন: কোনটি অংশীদারদের ব্যক্তিগত হিসাব?
ক. লাভ–লোকসান 
খ. ক্রয়–বিক্রয় 
গ. উদ্ধৃত্তপত্র 
ঘ. চলতি হিসাব

উত্তর: (গ)

প্রশ্ন: অংশীদারি কারবারের উত্তোলনের সুদ কী নির্দেশ করে?
ক. আয় 
খ. ব্যয় 
গ. দায় 
ঘ. মূলধন

উত্তর: (ক)

প্রশ্ন: সান ও মুনের লাভ–ক্ষতি বণ্টন অনুপাত ২:১। স্টারকে নতুন অংশীদার হিসেবে কারবারে লাভের ১/৪ অংশ প্রদান করা হলে তাদের কারবারের লাভ–ক্ষতি বণ্টন অনুপাত কত হবে?
ক. ৩:২:১ 
খ. ২:২:১ 
গ. ২:১:১ 
ঘ. ১:১:১

উত্তর: (গ)

প্রশ্ন: রাশেদ ও মিলন দুজন অংশীদার। তাদের মুনাফার অনুপাত ২:১। তারা মিজানকে ১০% মুনাফার বিনিময় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। মুনাফার নতুন অনুপাত কত?
ক. ৬:৩:১ 
খ. ৫:৩:১ 
গ. ৩:৬:২ 
ঘ.৩:২:১

উত্তর: (ক)

প্রশ্ন: ‘ক’, ‘খ’ ও ‘গ’ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার তাদের লাভ–ক্ষতি বণ্টনের অনুপাত ৫:৩:১। মুনাফা ১,৬২,০০০ টাকা হলে ‘খ’–এর প্রাপ্য মুনাফার পরিমাণ কত হবে?
ক. ১৮,০০০ টাকা
খ. ২০,০০০ টাকা 
গ. ৫২,০০০ টাকা
ঘ. ৫৪,০০০ টাকা

উত্তর: (ঘ)

প্রশ্ন: অংশীদারি ব্যবসায়ে বণ্টনযোগ্য আয় নির্ধারণকালে কোন ব্যয়টি হিসাবে অন্তর্ভুক্ত হয় না?
ক. বিমা খরচ 
খ. জীবনবিমার প্রিমিয়াম খরচ 
গ. ভাড়া খরচ
ঘ. বিদ্যুৎ খরচ

উত্তর: (খ)

প্রশ্ন: অংশীদারের বেতন কী?
ক. মুনাফাজাতীয় ব্যয় 
খ. মূলধনজনিত ব্যয় 
গ. ব্যয়
ঘ. আয়

উত্তর: (ক) 

প্রশ্ন: কোথায় অংশীদারের প্রদত্ত ঋণের ওপর সুদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে?
ক. চুক্তিপত্রে 
খ. ১৯৩২ সালের অংশীদারি আইনে 
গ. আমেরিকান হিসাববিজ্ঞানে 
ঘ. ইংলিশ আইন, ১৯৩২

উত্তর: (খ)

প্রশ্ন: ঋণের সুদ নগদে পরিশোধ না হয়ে থাকলে তা কোথায় হিসাবভুক্ত করতে হবে?
ক. নগদ প্রবাহ বিবরণীতে 
খ. মূলধন হিসাবে 
গ. ব্যাংক হিসাবে 
ঘ. লাভ–লোকসান সমন্বয় হিসাবে

উত্তর: (ঘ)

প্রশ্ন: অংশীদারি ব্যবসায়ে পাল্টা নিশ্চয়তা প্রদান করার প্রধান লক্ষ্য কী?
ক. প্রতিযোগিতায় টিকে থাকা 
খ. নিশ্চিত মুনাফা অর্জন 
গ. অধিক মুনাফা অর্জন 
ঘ. দক্ষতা বৃদ্ধি

উত্তর: (গ)

প্রশ্ন: চলতি বছরের সমন্বিত ক্ষতির অংশ বণ্টন দেখিয়ে কোন হিসাব বন্ধ করতে হয়?
ক. সমন্বিত মূলধন হিসাব 
খ. সমন্বিত লাভ–লোকসান আবণ্টন হিসাব 
গ. সমন্বিত লাভ–লোকসান হিসাব
ঘ. লাভ–লোকসান আবণ্টন হিসাব

উত্তর: (গ)

প্রশ্ন: বিপরীত কার্যক্রমের মাধ্যমে সমাপনী মূলধনকে বাড়িয়ে বা কমিয়ে কী পাওয়া যায়?
ক. সমন্বিত মূলধন 
খ. সমন্বিত সমাপনী মূলধন 
গ. চলতি মূলধন 
ঘ. প্রারম্ভিক মূলধন

উত্তর: (ঘ)

প্রশ্ন: কোন ক্ষেত্রে অংশীদারদের মূলধন হিসাবকে সর্বদা পরিবর্তনশীল মনে করা হয়?
ক. চলতি হিসাবের ক্ষেত্রে 
খ. সংরক্ষিত মূলধনের ক্ষেত্রে 
গ. পুনরায় সমন্বয়ের ক্ষেত্রে 
ঘ. পুনরায় মূল্যায়নের ক্ষেত্রে

উত্তর:(গ)

প্রশ্ন: চুক্তির অবর্তমানে অংশীদাররা কী হারে মূলধন সরবরাহ ও উত্তোলন করতে পারে?
ক. অনুপাত অনুযায়ী 
খ. সমহার অনুযায়ী 
গ. মূলধন উত্তোলনের পরিমাণ অনুযায়ী 
ঘ. প্রত্যেক অংশীদারের ইচ্ছা অনুযায়ী

উত্তর:(খ)

প্রশ্ন: অংশীদারি চুক্তির অবর্তমানে নিচের কোনটি সঠিক নয়?
ক. অংশীদারদের বেতন পরিশোধ করা হবে না 
খ. অংশীদারদের কমিশন পরিশোধ করা হবে না 
গ. অংশীদারদের মূলধন ও উত্তোলনের ওপর সুদ ধার্য করা হবে না 
ঘ. অংশীদারদের ঋণের সুদ পরিশোধ করা হবে না

উত্তর:(ঘ)

প্রশ্ন: স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব রাখা হলে অংশীদারদের বেতন, মূলধনের সুদ কমিশন নিচের কোন হিসাবে হিসাবভুক্ত হবে?
ক. লাভ–ক্ষতি হিসাব 
খ. মূলধন ও আবণ্টন হিসাব 
গ. মূলধন হিসাব 
ঘ. আবণ্টন ও চলতি হিসাব

উত্তর:(ঘ)

Related Articles

Leave a Reply

Back to top button