শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩ সালের গ্রীষ্মকালীন ছুটি বাতিল এবং ৩০ নভেম্বর ২০২৩ এর মধ্যে পাঠদান ও মূল্যায়ন/পরীক্ষা কার্যক্রম সমাপ্তকরার নির্দেশনা দিয়ে শিক্ষা মন্ত্রলালয় ওয়েব সাইটে ১৯ জুলাই ২০২৩ তারিখ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষাক্রম যথাসময়ে সম্পন্ন করার উদ্দেশ্যে ইতোপূর্বে ঘোষিণ আগামী ২০ জুলাই থেকে ০২ আগস্ট ২০২৩ পর্যন্ত শিক্ষামন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো।
আগামী ২০ জুলাই ২০২৩ তারিখ বৃহস্পতিবার হিজরি নববর্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী ২৩ জুলাই রবিবার থেকে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথারীতি চালু থাকবে। বাতিলকৃত গ্রীষ্মকালীন ছুটি আগামী শীতকালীন ছুটির সাথে সমন্বয় করা হবে।