সর্বশেষ

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজেড এইচ এস সি পরীক্ষা ২০২২ (বিশেষ ক্লাস টেস্ট) হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র (MCQ প্রশ্ন ও উত্তর)

১। উত্তোলনের তারিখ না থাকলে সাধারণত সুদ ধরা হয় –
ক) এক বছরের
খ) ছয় মাসের
গ) সুদ ধরা হয় না
ঘ) তিন মাসের
উত্তর: খ

২। অংশীদারগণ প্রতি মাসের শেষে একটি নির্দিষ্ট অর্থ উত্তোলন করলে উত্তোলনের ওপর সুদ ধরতে হয় –
ক) ৬.৫ বছর
খ) ৫.৫ বছর
গ) ৪.৫ বছর
ঘ) ২.৫ বছর
উত্তর: খ

৩। প্রতি মাসের শেষে ৩০০ টাকা করে সারা বছর উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে?
ক) ৩০ টাকা
খ) ১৬৫ টাকা
গ) ১৮০ টাকা
ঘ) ৩৬০ টাকা
উত্তর: খ

৪। বাশার ও জামালের মুনাফা বন্টনের হার ৭৫% ও ২৫% হলে তাদের মুনাফার অনুপাত হবে কত ?
ক) ১ : ৩
খ) ২ : ৩
গ) ৪ : ৩
ঘ) ৩ : ১
উত্তর: ঘ

৫। ‘ক’ ও ‘খ’ একটি অংশীদার কারবারের ২জন অংশীদার। লাভ-ক্ষতি বন্টন অনুপাত ৫:৩। তারা ১/৬ অনুপাতে লাভ-ক্ষতি দেয়ার শর্তে ‘গ’-কে নতুন অংশীদার গ্রহণ করেন। ক, খ ও গ এর নতুন লাভ-ক্ষতি বন্টন অনুপাত কোনটি?
ক) ২৫ : ১৫ : ৮
খ) ২৫ : ১৫ : ৬
গ) ৫ : ৩ : ৬
ঘ) ২৫ : ৮ : ১৫
উত্তর: ক

৬। অংশীদারি কারবারের বকেয়া খরচ বাবদ দায় হিসাবভুক্ত বাদ পড়লে-
i. কারবারের মুনাফা বৃদ্ধি পাবে
ii. অংশীদারদের মূলধন বৃদ্ধি পাবে
iii. কারবারের সুদ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক

৭। অংশীদারি কর্তৃক কারবারে প্রদত্ত ঋণের ওপর সুদের হার চুক্তিপত্রে উল্লেখ না থাকলে সুদ ধরতে হয় –
ক) ০%
খ) ৬%
গ) ৭%
ঘ) ৮%
উত্তর: খ

৮। রনি, বনি ও টনি কারবারে অর্জিত মুনাফা ৫: ৩: ২ অনুপাতে বন্টন করে নেয়। রনি, বনিকে এই মর্মে নিশ্চিয়তা দেয় যে, সে মুনাফা বাবদ কারবার থেকে ৩০,০০০ টাকার কম পাবে না। বছরে কারবারের মুনাফা ১,২০,০০০ টাকা হলে বনির মুনাফা কত?
ক) ৩০,০০০ টাকা
খ) ৩৬,০০০ টাকা
গ) ৪০,০০০ টাকা
ঘ) ৫০,০০০ টাকা
উত্তর: খ

৯। স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদাদের কমিশন দেখাতে হবে-
i. লাভ-লোকসান আবণ্টন হিসাবে ডেবিট
ii. অংশীদাদের মূলধন হিসাবে ক্রেডিট
iii. অংশীদারদের চলতি হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ

১০। নাফি, নিধি ও লিজার মুনাফা বণ্টনের অনুপাত ৩ : ২ : ১। তাদের ব্যবসায়ের মুনাফা ১৮,০০০ টাকা হলে, এবং নিধিকে ন্যূনতম ৪,০০০ টাকা মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দেয়া থাকলে লিজার মুনাফার অংশ কত হবে?
ক) ৫,৪০০ টাকা
খ) ৩,০০০ টাকা
গ) ৬,০০০ টাকা
ঘ) ৯,০০০ টাকা
উত্তর: খ

উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
‘ক’ প্রতি মাসের শেষে সারা বছর ধরে ১,০০০ টাকা এবং ‘খ’ ০১-১০-২১ তারিখে ১৫,০০০ টাকা উত্তোলন করে। উভয়ের উত্তোলনের ওপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে।

১১। অংশীদারদের উত্তোলনের ওপর সুদের পরিমাণ কত ?
ক) ১,২০০ টাকা ও ১,৫০০ টাকা
খ) ১,০০০ টাকা ও ১,২০০ টাকা
গ) ৫৫০ টাকা ও ৩৭৫ টাকা
ঘ) ২২৫ টাকা ও ২৫০ টাকা
উত্তর: গ

১২। উত্তোলনের ওপর সুদের হার ১০% স্থলে ৫% ধার্য করলে হিসাবের ওপর কী প্রভাব পড়বে ?
i. বণ্টনযোগ্য লাভের পরিমাণ হ্রাস পাবে
ii. অংশীদারি মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে
iii. অংশীদারি মূলধনের পরিমাণ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক

১৩। অসীম দায় বিশিষ্ট কোম্পানি ছাড়া সকল কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় স্মারকলিপির বর্ণনা অনুযায়ী কিসের দ্বারা সীমাবদ্ধ থাকে?
ক) সম্পত্তির মূল্য
খ) শেয়ার মূল্য
গ) বিনিয়োগের মূল্য
ঘ) ঋণের মূল্য
উত্তর: খ

১৪। স্মারকলিপিতে কোন কোন বিষয় উল্লেখ থাকে?
ক) পরিচালক অধিকার
খ) কোম্পানির উদ্দেশ্য
গ) হিসাবরক্ষণ পদ্ধতি
ঘ) সভাপরিচালনা পদ্ধতি
উত্তর: খ

১৫। যৌথমূলধনী কোম্পানির মূলধন কাঠামোর উপাদান-
i. শেয়ার মূলধন
ii. ঋণপত্র
iii. সংরক্ষিত আয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ

১৬। ১০ টাকার শেয়ার ১২ টাকায় ইস্যু করা হলে মূলধন হিসাবে লিখতে হবে –
ক) ২ টাকা
খ) ১০ টাকা
গ) ১২ টাকা
ঘ) ২২ টাকা
উত্তর: খ

১৭। কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণকারীদের কী বলে?
ক) শেয়ার বাজার
খ) শেয়ার দালাল
গ) কমিশন এজেন্ট
ঘ) অবলেখক
উত্তর: ঘ

১৮। রাইট শেয়ার কাদের মধ্যে ইস্যু করা হয়?
ক) নতুন শেয়ার আবেদনকারীদের
খ) ঋণপত্রের মালিকদের
গ) বিদ্যমান সাধারণ শেয়ার মালিকদের
ঘ) বিদ্যমান অগ্রাধিকার শেয়ার মালিকদের
উত্তর: গ

১৯। কোম্পানির সুনাম বৃদ্ধি পেলে সাধারণত শেয়ার ইস্যু করা হয় –
i. বাট্টায়
ii. অধিহারে
iii. সমমূল্যে
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ

২০। বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির-
i. শেয়ার সংখ্যা বেড়ে যায়
ii. নগদ তহবিল বেড়ে যায়
iii. সঞ্চিতি তহবিল কমে যায়
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ

উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
“X” লি. এর অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত মোট ২০,০০,০০০ টাকা। কোম্পানি উহার তিন-পঞ্চমাংশ শেয়ার অধিহারে পূর্ণ পরিশোধিত হারে বিক্রয় করে ১৩,২০,০০০ টাকা সংগ্রহ করে।

২১। ‘X’ লি. মোট কত শেয়ার বিক্রয় করে?
ক) ৮০,০০০
খ) ১,০০,০০০
গ) ১,২০,০০০
ঘ) ২,০০,০০০
উত্তর: গ

২২। ‘X’ লি. এর শেয়ারপ্রতি অধিহার কত টাকা?
ক) ১.০০ টাকা
খ) ১.২০ টাকা
গ) ১.৫০ টাকা
ঘ) ২.০০ টাকা
উত্তর: ক

২৩। কোন ধরনের শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে ফেরতযোগ্য?
ক) বোনাস শেয়ার
খ) সাধারণ শেয়ার
গ) রাইট শেয়ার
ঘ) অগ্রাধিকার শেয়ার
উত্তর: ঘ

২৪। লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে যে শেয়ার ইস্যু করা হয় তাকে কী বলে?
ক) বোনাস শেয়ার
খ) রাইট শেয়ার
গ) সাধারণ শেয়ার
ঘ) অগ্রাধিকার শেয়ার
উত্তর: ক

২৫। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা-
i. সর্বনিম্ন ২ জন
ii. সর্বোচ্চ ৫০ জন
iii. শেয়ার দ্বারা সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ

২৬। পরিমেল নিয়মাবলীতে উল্লেখিত মূলধকে বলা হয় –
ক) অনুমোদিত
খ) ইস্যুকৃত
গ) তলবকৃত
ঘ) পরিশোধিত
উত্তর: ক

২৭। সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে প্রবর্তন করা হয় ?
ক) ১৮৪৪ সালে
খ) ১৯১৩ সালে
গ) ১৯৪৪ সালে
ঘ) ১৯৬৭ সালে
উত্তর: ক

২৮। শেয়ারের অভিহিত মূল্য ও বিক্রয়মূল্যের পার্থক্য হলো –
i. শেয়ার অধিহার
ii. শেয়ার অবহার
iii. শেয়ার ইস্যু খরচ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক

উদ্দীপকটি পড় এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও:
ইমন কোম্পানি লি. ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে ১০ টাকা মূল্যের ২,৫০,০০০ শেয়ার নিবন্ধিত হয়। কোম্পানি প্রতি শেয়ারে ১০% অবহারে ১,৫০,০০০ শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য প্রচারপত্র বিলি করেন। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বন্টন করা হলো।

২৯। শেয়ার অবহারের পরিমাণ কত ?
ক) ৭০,০০০ টাকা
খ) ১,৫০,০০০ টাকা
গ) ২,৫০,০০০ টাকা
ঘ) ৪,০০,০০০ টাকা
উত্তর: খ

৩০। শেয়ার অবহারে ইস্যুর ফলে কোম্পানির-
i. চলতি সম্পদ হ্রাস পাবে
ii. মূলধনী ক্ষতি বৃদ্ধি পাবে
iii. মালিকানস্বত্ব প্রভাবিত হবে
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ

Related Articles

Leave a Reply

Back to top button