ফিচারবিবিধসর্বশেষ

পরীক্ষাকক্ষে সময় ব্যবস্থাপনা বড় বিষয়

আর কদিন পর এইচএসসি পরীক্ষা। পরীক্ষা নিয়ে ছাত্র-অভিভাবক অনেকেরই অনেক ভয় বা আতঙ্ক থাকে। তাদের জন্যই এই লেখা। শিক্ষার্থীরা এখন নিশ্চয়ই রিভিশন দেওয়া শুরু করেছ। পরীক্ষার রুটিন দেখে কবে কোন বিষয়ের রিভিশন দেবে তা দ্রুত ঠিক করে নাও। দুই বছর ধরে অনেক পড়েছ, তাই পরীক্ষার আগের রাতে কম পড়লেও সমস্যা হবে না। শুধু পরীক্ষার আগের রাতে পড়েই ভালো পরীক্ষা দেওয়ার মতো অবস্থা তৈরি হবে বলে আমি মনে করি না। পরীক্ষার আগের রাতে শুধু পৃষ্ঠা উলটিয়ে পড়াগুলো রিভিশন দেবে। যাতে কী কী পড়েছ সেগুলো মস্তিষ্ককে স্মরণ করিয়ে দেওয়া হয়। পরীক্ষার আগের রাতে ও পরীক্ষা চলাকালীন দিনগুলোতে খাবার-দাবারের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। অনেকে আছে যে বিরিয়ানি বা এ ধরনের ভারী খাবার পছন্দ করে-যা মোটেই পরীক্ষার সময় স্বাস্থ্যকর নয়। পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার পরামর্শ দেব। যাতে শান্ত মনে পরীক্ষার হলে পৌঁছাতে পার, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পার। অভিভাবকরা লক্ষ রাখবেন, পরীক্ষার্থী যেন সুস্থভাবে পরীক্ষার হলে যেতে পারে। সতর্ক থাকতে হবে, শিক্ষার্থী যেন ডেঙ্গুজ্বরে আক্রান্ত না হয়।

যারা ঢাকা শহরে থাক তাদের একটি বিষয় খেয়াল রাখা বাঞ্ছনীয়, সেটা হলো ঢাকা শহরের ট্রাফিক জ্যাম। হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হতে হবে, যেন পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে পার। আর যদি দেরি হয়ে যায় তাহলে দুশ্চিন্তা না করে সুস্থিরভাবে পরীক্ষা দেওয়া শুরু করবে। পরীক্ষার প্রথমদিন অবশ্যই একটু আগে যাবে, সিট কোন কক্ষে পড়েছে তা জানার জন্য।

পরীক্ষার হলে বসার পর সময় ব্যবস্থাপনার দিকে খেয়াল রাখতে হবে। কয়টি প্রশ্ন আছে, আর কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে, সে হিসাবে সময় বণ্টন করে লিখতে হবে। একটা প্রশ্ন খুব ভালোভাবে লিখলাম, আর লিখে বেশি সময় নিয়ে ফেললাম। আর বাকি প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দিতে না পারার চেয়ে সবকটি প্রশ্ন সমানভাবে গুরুত্ব দিয়ে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে। প্রশ্নের চাহিদা অনুযায়ী সব প্রশ্নের উত্তর গুছিয়ে লিখে আসতে হবে। পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।

অনেকে মনে করে বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে। ব্যাপারটি ঠিক নয়। গুরুত্বপূর্ণ হলো প্রশ্নটা বোঝা। আমি যদি প্রশ্নটা বুঝি আর সে আলোকে গুছিয়ে উত্তর লিখতে পারি, তাহলে সেটাতেই ভালো নম্বর পাওয়া যাবে। কারণ আমাকে মনে রাখতে হবে যে, আমার হাতে সময় সীমাবদ্ধ। অল্প সময়ের মধ্যেই পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে। প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে পারলে পরীক্ষক মূল্যায়ন করবে যে পরীক্ষার্থী প্রশ্নটি বুঝেছে কিনা, যাচাই করেছে কিনা। আমি যদি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে অল্প পৃষ্ঠায় দিতে পারি আলহামদুলিল্লাহ। আবার কোনো প্রশ্নের উত্তর অনেক পৃষ্ঠায় লিখলাম, কিন্তু গুছিয়ে লিখতে পারলাম না, অপ্রাসঙ্গিক লিখলাম। তাহলে শুধু লিখে পৃষ্ঠা ভরা হবে, নম্বর বেশি উঠবে না।

আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো হাতের লেখা সুন্দর ও বানান সঠিক হওয়া। পরীক্ষার খাতায় হাতের লেখা যদি স্পষ্ট বোঝা যায় তাহলে যিনি পরীক্ষক তার জন্য খাতার লেখা বুঝতে সুবিধা হবে। বানান যদি সঠিক না থাকে, পরীক্ষকের কাছে বিষয়টি বিব্রতকর মনে হয়, স্বভাবতই নম্বর কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা। অনেক শিক্ষার্থী খাতায় ভুল হলে একটানে কেটে দেয়, আবার অনেকে হিজিবিজি করে অনেক কালি দিয়ে কাটে। যে একটানে কেটে দেয়, সেটাও কাটা। আর যে হিজিবিজি করে অনেক বেশি কাটে সেটাও কাটা। বেশি কাটাকাটি করলে খাতাটা দেখতে সুন্দর লাগে না। একটা কথা আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী। একটা খাতা যখন অনেক কাটাছেঁড়া, অনেক অগোছালো লেখা, বানান ভুল, লেখার লাইনগুলোও বাঁকা-তখন পরীক্ষক মনে করেন শিক্ষার্থী ভালো নয়। তাই নম্বর কমে আসতে পারে।

ব্রিগে.জে. কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি,অধ্যক্ষ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা

Related Articles

Leave a Reply

Back to top button