অধ্যায়-৪র্থঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন

অধ্যায়-৪র্থঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন

সমস্যা ও সমাধান-২.৪.১ : [কুমিল্লা শিক্ষা বোর্ড-২০২৩। প্রশ্ন নং-০৫ ]

পুকুর লি. প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ২০,০০,০০০ টাকা মূলধনে নিবন্ধিত। কোম্পানি নিবন্ধিত মূলধনের ৮০% শেয়ার, ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে।

১৫-২-২০২২ কোম্পানি মোট ২,১০,০০০ খানি শেয়ারের আবেদন পায়। 
১০-৫-২০২২ অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়।
৩০-৬-২০২২
অবলেখকের কমিশন বাবদ ৫০,০০০ টাকা পরিশোধ করা হয়।

ক) ইস্যুকৃত মূলধনের পরিমাণ নির্ণয় করো।

খ) প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।

গ) ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।

About The Author

About Admin

Check Also

ডিসেম্বরে ঢাবির ভর্তি পরীক্ষা

ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার …

Leave a Reply