বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড
একাদশ শ্রেণি সমাপনী পরীক্ষা ২০২৪
হিসাববিজ্ঞান (বহুনির্বাচনী অভীক্ষা)
সময়: ৩০ মিনিট
পূর্ণমান: ৩০ নম্বর
[বিঃদ্রঃ বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃক্তসমূহ হতে সঠিক/সবোর্ৎকৃষ্ট বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোন দাগ/চিহ্ন দেয়া যাবে না ]
১. যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরি হিসাবে ডেবিট করা হলো- এটি কোন ধরনের ভুল?
ক) লেখার ভুল
খ) বাদ পড়ার ভুল
গ) নীতিগত ভুল
ঘ) পরিপূরক ভুল
উত্তর: (গ)
২. খতিয়ানে উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা কোথায় ধরা পড়ে?
ক) আয় বিবরণীতে
খ) রেওয়ামিলে
গ) আর্থিক অবস্থার বিবরণীতে
ঘ) মালিকানা স্বত্ব বিবরণীতে
উত্তর: (খ)
৩. ভাড়া প্রাপ্তি ১০০ টাকা রেওয়ামিলের ডেবিট পাশে বসানো হয়েছে। এক্ষেত্রে রেওয়ামিলের যোগফল-
ক) ডেবিট দিকে ২০০ টাকা বেশি হবে
খ) ডেবিট দিকে ২০০ টাকা কম হবে
গ) ক্রেডিট দিকে ১০০ টাকা বেশি হবে
ঘ) ক্রেডিট দিকে ১০০ টাকা কম হবে
উত্তর: (ক)
৪. ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন?
ক) ব্যাংক
খ) আমানতকারী
গ) ঋণ গ্রহীতা
ঘ) পাওনাদার
উত্তর: (খ)
৫. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বুঝায়-
i. ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স
ii. ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স
iii. নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (গ)
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
একটি লি. কোম্পানির নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,৪০০ টাকা। চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি ৭,৪০০ টাকা। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে ৬,৬০০ টাকা এবং ব্যাংক চার্জ কর্তন করেছে ২,০০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।
৬. ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত?
ক) ২৭,৬০০ টাকা
খ) ২৯,২০০ টাকা
গ) ৩১,৬০০ টাকা
ঘ) ৪২,৪০০ টাকা
উত্তর: (ঘ) [ইংগিত: ৩০,৪০০+৭,৪০০+৬,৬০০-২,০০০=৪২,৪০০]
৭. ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২৫,০০০ টাকা হলে, নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত কত হবে?
ক) ১৩,০০০ টাকা
খ) ২২,২০০ টাকা
গ) ৩৭,০০০ টাকা
ঘ) ৪১,০০০ টাকা
উত্তর: (ক) [ইংগিত: ২৫,০০০+২,০০০-৭,৪০০-৬,৬০০=১৩,০০০]
৮. নিচের কোনটি হিসাব চক্রের আবশ্যকীয় ধাপ নয়?
ক) জাবেদা
খ) খতিয়ান
গ) কার্যপত্র
ঘ) আর্থিক বিবরণী
উত্তর: (গ)
৯. কার্যপত্রে নির্ণয় করা হয় না, নিচের কোনটি?
ক) মোট লাভ
খ) নিট লাভ
গ) মোট সম্পদ
ঘ) মোট দায়
উত্তর: (ক)
১০. হিসাবকাল শেষে সমাপনী দাখিলা দিয়ে কোন হিসাবকে বন্ধ করা হয়?
ক) সম্পদ হিসাব
খ) দায় হিসাব
গ) মালিকানা স্বত্ব হিসাব
ঘ) রাজস্ব হিসাব
উত্তর: (ঘ)
১১. কোন জাবেদা দাখিলার মাধ্যমে আয়-ব্যয় হিসাব বন্ধ করা হয়?
ক) প্রারম্ভিক দাখিলা
খ) স্থানান্তর দাখিলা
গ) সমন্বয় দাখিলা
ঘ) সমাপনী দাখিলা
উত্তর: (ঘ)
১২. বিপরীত দাখিলা কখন দেওয়া হয়?
ক) হিসাবকালের প্রথম তারিখে
খ) হিসাবকালের মাঝামাঝি তারিখে
গ) হিসাবকালের শেষ তারিখে
ঘ) সমন্বয় দাখিলার তারিখে
উত্তর: (ক)
১৩. কোনটিকে আর্থিক অবস্থার বিবরণীর দায় পার্শ্বে দেখানো হয়?
ক) অনিঃশেষিত খরচ
খ) প্রাপ্য আয়
গ) অগ্রিম ব্যয়
ঘ) অনুপার্জিত আয়
উত্তর: (ঘ)
১৪. বিক্রয় ২০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৫,৫০০ টাকা, সমাপনী মজুদ ২,৫০০ টাকা, ক্রয় ১৫,০০০ টাকা এবং ক্রয় পরিবহন ১,০০০ টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা?
ক) ১৩,০০০
খ) ১৪,০০০
গ) ১৭,০০০
ঘ) ১৯,০০০
উত্তর: (ঘ) [ইংগিত: ৫,৫০০+১৫,০০০+১,০০০-২,৫০০=১৯,০০০]
১৫. পেটেন্ট এবং গ্রন্থস্বত্ব কোন ধরনের সম্পদ?
ক) চলতি সম্পদ
খ) অস্পর্শনীয় সম্পদ
গ) ত্বরিত সম্পদ
ঘ) ভুয়া সম্পদ
উত্তর: (খ)
১৬. আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত-
i. বিশদ আয় বিবরণী
ii. মালিকানা স্বত্ব বিবরণী
iii. আর্থিক অবস্থার বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ)
১৭. শেয়ারহোল্ডারদেরকে প্রদত্ত মুনাফার অংশকে কী বলা হয়?
ক) সুদ
খ) কমিশন
গ) লভ্যাংশ
ঘ) দালালি
উত্তর: (গ)
১৮. যারা কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে কী বলা হয়?
ক) নিবন্ধক
খ) দালাল
গ) কমিশন এজেন্ট
ঘ) অবলেখক
উত্তর: (ঘ)
১৯. যৌথ মূলধনী কোম্পানি-
i. চিরন্তন অস্তিত্বসম্পন্ন
ii. নিবন্ধিত
iii. সীমাহীন দায়বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ক)
উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
একটি পাবলিক লিমিটেড কোম্পানি প্রতিটি ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে নিবন্ধিত। কোম্পানি ৮০,০০০ শেয়ার ৮,৪০,০০০ টাকায় এবং ৭০,০০০ শেয়ার ৭,৩৫,০০০ টাকায় বিলি করলো।
২০. কোম্পানির মোট অধিহারের পরিমাণ কত টাকা?
ক) ৫০,০০০
খ) ৭৫,০০০
গ) ১,২৫,০০০
ঘ) ১,৫০,০০০
উত্তর: (খ) [ইংগিত: (৮,৪০,০০০+৭,৩৫,০০০)-{(৮০,০০০+৭০,০০০)১০}=১৫,৭৫,০০০-১৫,০০,০০০=৭৫,০০০ টাকা]
২১. বিলিকৃত শেয়ারমূলধনের পরিমাণ কত টাকা?
ক) ৮,০০,০০০
খ) ৮,৫০,০০০
গ) ১৫,০০,০০০
ঘ) ১৫,৮০,০০০
উত্তর: (গ) [ইংগিত: (৮০,০০০+৭০,০০০)১০=১৫,০০,০০০ টাকা]
২২. কোনটি মুখ্য ব্যয়?
ক) প্রত্যক্ষ কাঁচামাল
খ) কারখানা ভাড়া
গ) প্রশাসনিক খরচ
ঘ) বিক্রয় খরচ
উত্তর: (ক)
২৩. রূপান্তর ব্যয়ের উপাদান-
i. প্রত্যক্ষ কাঁচামাল
ii. প্রত্যক্ষ শ্রম
iii. কারখানার উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (গ)
উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
প্রত্যক্ষ কাঁচামাল ১,৫০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৯০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ৫৪,০০০ টাকা, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় ৩০,০০০ টাকা।
২৪. মজুরির উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার কত?
ক) ৩০%
খ) ৪০%
গ) ৫০%
ঘ) ৬০%
উত্তর: (ঘ) [ইংগিত: (৫৪,০০০৯০,০০০)১০০=৬০%]
২৫. উৎপাদন ব্যয়ের উপর অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার কত?
ক) ১০.২০%
খ) ১৫.৭৯%
গ) ২০%
ঘ) ৫৫.৫৫%
উত্তর: (ক) [ইংগিত: {৩০,০০০(১,৫০,০০০+৯০,০০০+৫৪,০০০)}১০০=১০.২০%]
২৬. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীদের কোন ভাতাটি প্রদান করা হয়?
ক) বিশেষ ভাতা
খ) মহার্ঘ ভাতা
গ) ভ্রমণ ভাতা
ঘ) যাতায়াত ভাতা
উত্তর: (খ)
২৭. শ্রমিকের পারিশ্রমিককে কী বলে?
ক) বেতন
খ) মজুরি
গ) কমিশন
ঘ) মহার্ঘ ভাতা
উত্তর: (খ)
২৮. দৈনিক কত ঘণ্টা কাজ করলে একজন শ্রমিক ওভারটাইম মজুরি পাবে?
ক) ৬ ঘণ্টা
খ) ৭ ঘণ্টা
গ) ৮ ঘণ্টা
ঘ) ৯ ঘণ্টা
উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
জুন মাসে কাঁচামালের প্রারম্ভিক মজুদ প্রতি কেজি ১৫ টাকা দরে ২,০০০ কেজি। জুন মাসে ১৬ টাকা দরে ২,৫০০ কেজি ক্রয় এবং ২,২৫০ কেজি ইস্যু করে। কোম্পানি FIFO পদ্ধতিতে কাঁচামাল ইস্যু করে।
২৯. কাঁচামালের সমাপনী মজুদের পরিমাণ-
ক) ২,০০০ কেজি
খ) ২,২৫০ কেজি
গ) ৪,৫০০ কেজি
ঘ) ৬,৭৫০ কেজি
উত্তর: (খ) [ইংগিত: (২,০০০+২,৫০০-২,২৫০=২,২৫০ কেজি]
৩০. FIFO পদ্ধতিতে ইস্যু করলে ইস্যুকৃত কাঁচামালের মূল্য হবে-
ক) ৩০,০০০ টাকা
খ) ৩৪,০০০ টাকা
গ) ৩৬,০০০ টাকা
ঘ) ৪০,০০০ টাকা
উত্তর: (খ) [ইংগিত: {(২,০০০১৫)+(২৫০১৬)}=৩০,০০০+৪,০০০=৩৪,০০০ টাকা]