সমস্যা-০১ পলাশ ট্রেডার্স ২০২০ সালের ১ এপ্রিল তারিখে ৫,০০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ও সংস্থাপন ব্যয় যথাক্রমে = ২০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ধরা হয় ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ১,২০,০০০ টাকা। প্রতি…
জনাব মুহম্মদ জিয়াউর রহমান
সহকারী অধ্যাপক(হিসাববিজ্ঞান),
বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড।
অংশীদারি ব্যবসায়ের হিসাব: বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন: প্রশ্ন: পৌরসভার মধ্যে অংশীদারি ব্যবসায় গঠনে কোনটি প্রয়োজন হয়?ক. নিবন্ধন পত্র খ. ট্রেড লাইসেন্স গ. প্রত্যয়নপত্র ঘ. কার্য আরম্ভের অনুমতি উত্তর: (খ) প্রশ্ন: কোন ধরনের ব্যক্তি অংশীদারি কারবারের সদস্য হতে পারে না?ক. সাবালক খ. প্রাপ্তবয়স্ক গ. নাবালক ঘ. বিধবা নারী উত্তর: (গ) প্রশ্ন: নিচের কোনটি অংশীদারি ব্যবসায়ের জন্য…
বেপজা কলেজ চট্টগ্রাম, একাদশ শ্রেণি সমাপনী পরীক্ষা ২০২৪, হিসাববিজ্ঞান (বহুনির্বাচনী
বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড একাদশ শ্রেণি সমাপনী পরীক্ষা ২০২৪ হিসাববিজ্ঞান (বহুনির্বাচনী অভীক্ষা) সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০ নম্বর [বিঃদ্রঃ বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃক্তসমূহ হতে সঠিক/সবোর্ৎকৃষ্ট বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। সকল প্রশ্নের উত্তর…
ভুল সংশোধনী দাখিলা
৪র্থ অধ্যায়: রেওয়ামিল (ভুল সংশোধন দাখিলা) । হিসাববিজ্ঞান প্রথমপত্র। ভুল-সংশোধনী দাখিলা নিয়ে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন থাকছে। পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে লক্ষ্য করেছি সামান্য অসর্তকতার জন্য ভুল-সংশোধনী দাখিলা প্রদানে শিক্ষার্থীরা ভুল করছে। তাই শিক্ষার্থীদের ভুল-সংশোধনী দাখিলা প্রদানের সময়…
অধ্যায়-৪র্থঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন
অধ্যায়-৪র্থঃ যৌথ মূলধনী কোম্পানির মূলধন সমস্যা ও সমাধান-২.৪.১ : [কুমিল্লা শিক্ষা বোর্ড-২০২৩। প্রশ্ন নং-০৫ ] পুকুর লি. প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ২০,০০,০০০ টাকা মূলধনে নিবন্ধিত। কোম্পানি নিবন্ধিত মূলধনের ৮০% শেয়ার, ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। ১৫-২-২০২২ কোম্পানি মোট…
অধ্যায়-০১: হিসাববিজ্ঞান পরিচিতি
ব্যবহারিক সমস্যা ও সমাধান (লেনদেন সংক্রান্ত) সমস্যা-০৩ মুসলিম ট্রেডার্সের ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপঃ নগদান ১,৫০,০০০ টাকা, ব্যাংক ২,০০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৩,০০,০০০ টাকা, প্রাপ্য হিসাবসমূহ ১,০০,০০০ টাকা এবং প্রদেয় হিসাবসমূহ ৮০,০০০ টাকা। জানুয়ারি মাসে তাঁর ব্যবসায়ের কতিপয় লেনদেন নিচে…