ব্যবহারিক সমস্যা ও সমাধান( প্রাথমিক মূলধন, ডেবিট ও ক্রেডিট নির্ণয় এবং হিসাবসমীকরণ সংক্রান্ত)
সমস্যা-০২
মি. আরেফিন ইলাহী ২০২৩ সালের ১ জুন তারিখে নগদ ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র এবং ১৪,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসের তাঁর ব্যবসায়ের কতিপয় লেনদেন নিচে দেওয়া হলোঃ
জুন-০২ | ব্যবসায়ের জন্য চেয়ার ও টেবিল ক্রয় ৪০,০০০ টাকা। |
জুন-০৪ | জামিলের নিকট হতে পণ্য ক্রয় ১৪,০০০ টাকা। |
জুন-০৭ | রিফাতের নিকট পণ্য বিক্রয় ৪৪,০০০ টাকা। |
জুন-১২ | সুসমাকে ঋণ দেওয়া হলো ৩০,০০০ টাকা। |
জুন-২৫ | রিফাতের নিকট হতে ৪,০০০ টাকা পাওয়া গেল। |
জুন-২৭ | সুসমার ঋণ আদায় হলো ১০,০০০ টাকা। |
জুন-৩০ | কর্মচারী মি. খলিলকে বেতন প্রদান ৬,০০০ টাকা। |
ক) প্রাথমিক মূলধনের পরিমাণ নির্ণয় করো।
খ) ১, ৪, ১২ ও ৩০ তারিখের লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে শ্রেণিবিন্যাস করে ডেবিট ক্রেডিট নির্ণয় করো।
গ) ২, ৭, ২৫ ও ২৭ তারিখের লেনদেনগুলো হিসাবসমীকরণের উপাদানের কীরূপ পরিবর্তন এনেছে তা ছক আকারে উপস্থাপন করো।
সমাধানঃ
ক) প্রাথমিক মূলধনের পরিমাণ নির্ণয়ঃ
বিবরণ | টাকা |
নগদ টাকা | ৫০,০০০ |
আসবাবপত্র | ৪০,০০০ |
পণ্য দ্রব্য ক্রয় | ১৪,০০০ |
সর্বমোট= | ১,০৪,০০০ |
খ) ১, ৪, ১২ ও ৩০ তারিখের লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে শ্রেণিবিন্যাস করে ডেবিট ক্রেডিট নির্ণয়ঃ
তারিখ | জড়িত হিসাবগুলি | আধুনিক শ্রেণিবিন্যাস | ডেবিট/ক্রেডিট |
২০২৩ খ্রি:
জানু-০১ |
মূলধন হিসাব
নগদান হিসাব আসবাবপত্র হিসাব ক্রয় হিসাব |
মূলধন হিসাব
সম্পদ হিসাব সম্পদ হিসাব খরচ হিসাব |
ক্রেডিট
ডেবিট ডেবিট ডেবিট |
জানু-০৪ | ক্রয় হিসাব
প্রদেয় হিসাব- জামিল |
খরচ হিসাব
দায় হিসাব |
ডেবিট
ক্রেডিট |
জানু-১২ | সুসমার ঋণ হিসাব
নগদান হিসাব |
দায় হিসাব
সম্পদ হিসাব |
ক্রেডিট
ডেবিট |
জানু-৩০ | বেতন হিসাব
নগদান হিসাব |
খরচ হিসাব
সম্পদ হিসাব |
ডেবিট
ক্রেডিট |
গ)২, ৭, ২৫ ও ২৭ তারিখের লেনদেনগুলো হিসাবসমীকরণের উপাদানের কীরূপ পরিবর্তন এনেছে তা ছক আকারে উপস্থাপনঃ
তারিখ | লেনদেন | জড়িত
হিসাবগুলি |
উপাদানের
কীরূপ পরিবর্তন |
জানু-০২ | ব্যবসায়ের জন্য চেয়ার ও টেবিল ক্রয় ৪০,০০০ টাকা। | আসবাবপত্র হিসাব
নগদান হিসাব |
A+
A- |
জানু-০৭ | রিফাতের নিকট পণ্য বিক্রয় ৪৪,০০০ টাকা। | বিক্রয় হিসাব
প্রাপ্য হিসাব-রিফাত |
R+
A+ |
জানু-২৫ | রিফাতের নিকট হতে ৪,০০০ টাকা পাওয়া গেল। | প্রাপ্য হিসাব-রিফাত
নগদান হিসাব |
A-
A+ |
জানু-২৭ | সুসমার ঋণ আদায় হলো ১০,০০০ টাকা। | সুসমার ঋণ হিসাব
নগদান হিসাব |
L-
A- |
যেখানে, A= সম্পদ, L= দায় এবং R= রাজস্ব/আয়, += বৃদ্ধি এবং – = হ্রাস বুঝানো হয়েছে।