২০২৪ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ০৪/০৯/২০২৩ তারিখ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানানো হয়েছে। এদিন সন্ধ্যায় আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানানো হয়েছে।
কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। আর ২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ খ্রিষ্টাব্দের পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।