খবরপরীক্ষার খবরসর্বশেষ

সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে উপাচার্যদের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার ১৬ জুলাই রাতে ইউজিসির সচিব ফেরদৌস জামান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ সব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ছেড়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের কথাও বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button