সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে উপাচার্যদের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার ১৬ জুলাই রাতে ইউজিসির সচিব ফেরদৌস জামান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ সব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ছেড়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের কথাও বলা হয়েছে।

About The Author

About Admin

Check Also

ডিসেম্বরে ঢাবির ভর্তি পরীক্ষা

ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার …

Leave a Reply