এসএসসি পরীক্ষার ফল ২৮ জুলাই

আগামী ২৮ জুলাই. ২০২৩ তারিখ শুক্রবার এসএসসি ও সমমান ফল প্রকাশ করা হবে। এদিন ফল প্রকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি মিলেছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপ্ন কুমার সরকার।
তিনি জানান, আগামী ২৮ জুলাই এসএসসি ও সমমান ফল প্রকাশে সম্মতি মিলেছে। এদিন সকাল নয়টায় ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২৮ মে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হয়। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

About The Author

About Admin

Check Also

এসএসসি পরীক্ষা মধ্য এপ্রিলে, জুনের শেষে হতে পারে এইচএসসি

আগামী ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষা মধ্য এপ্রিলে ও এইচএসসি ও সমমান পরীক্ষা জুনের …

Leave a Reply