একাদশ শ্রেণি ভর্তি আবেদন: শিক্ষার্থীদের প্রতি ২ নির্দেশনা

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে  ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া চলছে। তবে অনেকে নানা ধরনের সমস্যায় পড়ছে আবেদন করতে গিয়ে। তাদের মধ্যে আবেদন বাতিল করা ও ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এ নির্দেশনা।

শিক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থী আবেদন বাতিলের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন বাতিলের সঙ্গে সঙ্গে আবেদন-সংশ্লিষ্ট পেমেন্টও বাতিল হয়ে যায়। সুতরাং আবেদন বাতিলের পর নতুন করে আবেদন করার সঙ্গে সঙ্গে ফি দিতে হবে। আর যেসব শিক্ষার্থী ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছে, তাদের কোন ফলাফলটি একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে ব্যবহার করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পছন্দ বিবেচিত হবে বলে বোর্ড থেকে নির্দেশনা পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে এ ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা এ বিষয়ে তাদের পছন্দের কথা ৮ জুনের মধ্যে জানাতে পারবেন। এ সময়সীমার মধ্যে পছন্দের কোনো তথ্য না পাওয়া গেলে, শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার ফলাফল একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেমে ব্যবহার করা হবে।

About The Author

About Admin

Check Also

এসএসসি পরীক্ষা মধ্য এপ্রিলে, জুনের শেষে হতে পারে এইচএসসি

আগামী ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষা মধ্য এপ্রিলে ও এইচএসসি ও সমমান পরীক্ষা জুনের …

Leave a Reply