একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ! ফলাফল জানুন এবং পরবর্তী করণীয় দেখে নিন

যারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিলে, তোমাদের অপেক্ষার পালা শেষ হলো। প্রথম ধাপের ভর্তির ফলাফল গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে।

এখনই জেনে নাও কীভাবে তোমার ফলাফল দেখবে এবং কলেজ পেয়ে থাকলে এরপর কী করতে হবে।

যেভাবে ফলাফল দেখবেন

দুটি সহজ উপায়ে তুমি তোমার ফলাফল জানতে পারবে:

১. অনলাইনে: ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd-তে প্রবেশ করো। সেখানে তোমার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই ফলাফল দেখতে পাবে।

২. এসএমএস-এর মাধ্যমে: আবেদনের সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলে, সেই নম্বরে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল পাঠিয়ে দেওয়া হচ্ছে।

কলেজ পেয়ে থাকলে যা করতে হবে

যারা প্রথম ধাপে কলেজ ভর্তির জন্য মনোনীত হয়েছো, তাদের অভিনন্দন! এখন তোমাকে ভর্তি নিশ্চিত করতে হবে, যা “নিশ্চায়ন” নামে পরিচিত। এর জন্য একটি নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে।

ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধের নিয়ম

  • ফি-এর পরিমাণ: নিশ্চায়ন ফি হিসেবে ৩৩৬ টাকা পরিশোধ করতে হবে।
  • বিস্তারিত পদ্ধতি: কীভাবে ফি পরিশোধ করতে হবে, তার বিস্তারিত নির্দেশনা ভর্তির ওয়েবসাইটে দেওয়া আছে।
  • পেমেন্টের মাধ্যম: তুমি বিকাশ, নগদ, রকেট, উপায়, সোনালী ই-সেবা, ওকে ওয়ালেট বা ট্যাপ-এর মতো যেকোনো একটি মোবাইল বা অনলাইন ব্যাংকিং সেবা ব্যবহার করে ফি জমা দিতে পারবে।

কিছু তথ্য

  • আবেদন: এ বছর প্রথম ধাপে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মোট ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছিল।
  • মোট পাস: এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সব মিলিয়ে ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন শিক্ষার্থী পাস করেছে।

যারা কলেজ পেয়েছো, তারা দ্রুত নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলো। আর যারা সুযোগ পাওনি, তাদের চিন্তার কারণ নেই, পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করো। ভর্তির সকল আপডেটের জন্য নিয়মিত চোখ রাখো এই প্লাটফর্মে।

About The Author

About Admin

Check Also

এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ সকাল ১১টায়

২০২৪ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের (মাদরাসা ও কারিগরি) পরীক্ষার ফল আজ মঙ্গলবার …

Leave a Reply