এইচএসসি পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্র থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলবে যেভাবে

এইচএসসি ও সমমানের পরীক্ষা চলার সময় পরীক্ষাকেন্দ্র থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম কীভাবে চলবে, তা এক চিঠিতে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে বলা হয়েছে, ৩০ জুন এইচএসসি পরীক্ষা ২০২৪ শুরু হতে যাচ্ছে। যেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই, সেদিন নিয়মিত সময়ে ক্লাস চলমান থাকবে। শ্রেণি কার্যক্রম চলমান রাখতে গিয়ে পাবলিক পরীক্ষায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এ চিঠি সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

About The Author

About Admin

Check Also

ডিসেম্বরে ঢাবির ভর্তি পরীক্ষা

ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার …

Leave a Reply