নতুন শিক্ষাক্রমের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধবার্ষিক মূল্যায়ন শুরু হবে আগামী ৭ জুলাই ২০২৪ তারিখ থেকে। চলবে ২২ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত। গত ৮ মে ২০২৪ তারিখ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে এই সময়সূচি জানানো হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণির এই সামষ্টিক মূল্যায়ন হবে ১০টি বিষয়ে। কোন বিষয়ের মূল্যায়ন কোন তারিখে হবে, তা এই সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।
মাউশির আদেশে আরও বলা হয়, জাতীয় শিক্ষাক্রমে রূপরেখা-২০২১ অনুযায়ী, শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং ১২ মাস পর আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। সে অনুযায়ী জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ করা প্রয়োজন। কিন্তু ২০২৪ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, শৈত্যপ্রবাহ, রোজা, ঈদুল ফিতর এবং তাপপ্রবাহের কারণে শ্রেণি কার্যক্রম বিঘ্নিত হয়েছে। এ ছাড়া জুনে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষাণ্মাসিক মূল্যায়ন ৭ জুলাই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।