বেসরকারী পাবলিক স্কুল ও কলেজ

অধ্যায়-০১ঃ হিসাববিজ্ঞান পরিচিতি

ব্যবহারিক সমস্যা ও সমাধান (মুনাফা ও মূলধন জাতীয় আয় -ব্যয় নির্ণয় সংক্রান্ত )

সমস্যা:

০১-০১-২০১৮ তারিখে জনাব করিম ৫,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আয়ুস্কাল ১০ বছর অনুমান করা হয়। ৩১-১২-২০২২ তারিখে মেশিনটি ২,৬০,০০০ টাকায় বিক্রয় করা হয়।

ক) ২০১৮ সালের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।

খ) ২০২২ সালের মুনাফা জাতীয় খরচ এবং মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো।

গ) ২০২২ সালে মূলধন জাতীয় আয়/ক্ষতির পরিমাণ নির্ণয় করো।

সমাধান:

ক) ২০১৮ সালের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়:

০১-০১-২০১৮ তারিখে ৫,০০,০০০ টাকা দিয়ে মেশিন ক্রয়ই উদ্দীপকের একমাত্র মূলধন জাতীয় ব্যয়।

অতএব, ২০১৮ সালের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ ৫,০০,০০০ টাকা।

খ) ২০২২ সালের মুনাফা জাতীয় খরচ এবং মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়: 

মুনাফা জাতীয় খরচ:

প্রতি বছর মেশিনের উপর ধার্যকৃত বার্ষিক অবচয়ই উদ্দীপকের একমাত্র মুনাফা জাতীয় খরচ। মেশিনের বার্ষিক অবচয় নির্ণয় করলে আমরা প্রতি বছরের মুনাফা জাতীয় খরচ কত টাকা তা জানতে পারবো।

মেশিনের ক্রয়মূল্যকে মেশিনের আয়ুস্কাল দ্বারা ভাগ করলে মেশিনের বার্ষিক অবচয় পাওয়া যাবে।

৫,০০,০০০ টাকা  ÷ ১০ বছর = ৫০,০০০ টাকা

অতএব, ২০২২ সালের মুনাফা জাতীয় খরচ ৫০,০০০ টাকা।

মূলধন জাতীয় প্রাপ্তি:

মেশিনটির বিক্রয়মূল ২,৬০,০০০ টাকাই হলো উদ্দীপকের একমাত্র মূলধন জাতীয় প্রাপ্তি।

অতএব, ২০২২ সালের মূলধন জাতীয় প্রাপ্তি ২,৬০,০০০ টাকা।

গ) ২০২২ সালে মূলধন জাতীয় আয়/ক্ষতির পরিমাণ নির্ণয়:

উদ্দীপকে ভিত্তিতে মেশিন বিক্রয় জনিত লাভ/ক্ষতি নির্ণয় করলে আমরা ২০২২ সালে মূলধন জাতীয় আয়/ক্ষতি পরিমাণ জানতে পারবো।

সাধারণত বিক্রয়ের তারিখে মেশিনের বিক্রয়মূল্য থেকে মেশিনের পুস্তকমূল বাদ দিলে মেশিনের বিক্রয়জনিত লাভ/ক্ষতির পরিমাণ পাওয়া যাবে।

মেশিনের বিক্রয়মূল্য ২,৬০,০০০ টাকা উদ্দীপকে দেয়া আছে। কিন্তু বিক্রয়ের তারিখে মেশিনের পুস্তকমূল্য প্রশ্নপত্রে সরাসরি দেয়া নেই। এটি আমাদের নির্ণয় করে নিতে হবে।

মেশিনের ক্রয়মূল্য ৫,০০,০০০ টাকা থেকে ৩১/১২/২০২২ তারিখ পর্যন্ত মেশিনের ওপর ধার্যকৃত মোট অবচয় বাদ দিলে মেশিনের পুস্তকমূল্য পাওয়া যাবে।

বিবরণটাকাটাকা
মেশিনের ক্রয়মূল্য ৫,০০,০০০
বাদ: ৩১/১২/২০২২ তারিখ পর্যন্ত ধার্যকৃত মোট অবচয়:  
           ২০১৮৫০,০০০ 
           ২০১৯৫০,০০০ 
           ২০২০৫০,০০০ 
           ২০২১৫০,০০০ 
           ২০২২৫০,০০০ 
  ২,৫০,০০০
৩১/১২/২০২২ তারিখে মেশিনের পুস্তকমূল্য ২,৫০,০০০

মেশিন বিক্রয়জনিত লাভ/ক্ষতি নির্ণয়:

বিবরণটাকা
মেশিনের বিক্রয়মূল্য২,৬০,০০০
বাদ: মেশিনের পুস্তকমূল্য২,৫০,০০০
মেশিন বিক্রয়জনিত লাভ১০,০০০

অতএব, ২০২২ সালের মূলধন জাতীয় আয়ের পরিমাণ ১০,০০০ টাকা।

Exit mobile version