বেসরকারী পাবলিক স্কুল ও কলেজ

পাঠ নির্দেশনা: একাদশ শ্রেণি সমাপনী পরীক্ষা 

বাংলা প্রথমপত্র

পূর্ণমান: ৫০ (সৃজনশীল ৩০ নম্বর +  বহুনির্বাচনি ২০ নম্বর )

প্রিয় শিক্ষার্থী সকল। তোমরা কেমন আছো? কে কোথায় আছো নিশ্চয় বাসায় আছো এখন ঘরেই আমাদের থাকতে হবে। আমরা এক কঠিন কাল অতিক্রম করছি তারপরও জীবনের গতিপথ থেমে থাকে না আর তাই আমরা আমাদের শিক্ষার শিখন ফল জানতে সচেষ্ট থাকবো।

শিখন ফলঃ   

জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, ও উচ্চতর দক্ষতা

তোমরা যে অধ্যায়গুলো বেশি করে পড়বে সে অধ্যায়সমূহ

গদ্যঃ

আমার পথ (প্রবন্ধ) , মানব-কল্যাণ (প্রবন্ধ), মাসি-পিসি (গল্প), 

বায়ান্নর দিনগুলো ( অসমাপ্ত আত্মজীবনী’ র অংশ বিশেষ)।

কবিতাঃ

তাহারেই পড়ে মনে, আঠারো বছর বয়স, ফেব্রুয়ারি ১৯৬৯

উপন্যাসঃ লালসালু

নাটকঃ সিরাজউদ্দৌলা

আমরা কিভাবে প্রস্তুতি নেবোঃ

যখন একটি অধ্যায় পাঠ করবো তখন জানবো

এখন আমরা জানবো প্রশ্নের কাঠামো কোন ধরণের হবে? 

সৃজনশীলঃ মান ৩০ নাম্বার

বহুনির্বাচনঃ ২০ নাম্বার

বহুনির্বাচনির প্রস্তুতি কিভাবে গ্রহণ করতে পারি সে বিষয়ে জানবো

প্রতিটি অধ্যায় এর পাঁচটা অংশ আছে-

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

লেখক পরিচিতিতে #লেখকের জন্ম মৃত্যু #মা বাবার নাম #শিক্ষা গ্রহণের কাল #গ্রন্থ প্রকাশনার কাল #মোট কয়টি গ্রন্থ আছে #কোন কোন পুরস্কারে ভূষিত হয়েছেন এসব জানতে পারবে এবং জেনে রাখতে হবে।

” পড়ার কোন বিকল্প নেই পড়া আর পড়াই হল জীবন সাজানোর উপকরণ”

রুহু রুহেল (মুহাম্মদ রুহুল কাদের) সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপেজেড। মোবাইল# ০১৭১২ ৬১৮১৬৯
Exit mobile version