বেসরকারী পাবলিক স্কুল ও কলেজ

প্রাক-নির্বাচনি পরীক্ষার প্রস্তুতিঃ ক্লাস-০৩

বাংলা প্রথম পত্র

দ্বাদশ শ্রেণি:

বিষয়: লালসালু (উপন্যাস)

       

শিখনফলঃ

লেখক পরিচিতিঃ

লেখকের সৃষ্টিসমূহঃ

বিশেষ_দ্রষ্টব্যঃ

পাঠ পরিচিতিঃ 

মূল বিষয়ঃ

বাসায় নিজে নিজে অনুশীলন করোঃ 

মূল্যমানের পর্যায়ে হানা চলে অবমূল্যের নগ্ন থাবা সবখানে মূল্যবোধের ভাঙ্গনের শব্দ শুনছি অহরহ। পার করেছি সময় সেই বোধের ভাঙ্গনে চারিদিক শুধু ধেয়ে চলা বিরামহীন এক পাঠ।

ক) লালসালু উপন্যাসটির ইংরেজি অনুবাদ কে করেন?

খ) “শষ্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি” বলতে কী বোঝানো হয়েছে?

গ) উদ্দীপকে “লালসালু” উপন্যাসের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো।

ঘ) উদ্দীপকে বর্ণিত “ভাঙ্গনের শব্দ শুনছি অহরহ” বিশ্লেষণ করো।

উপন্যাস বার বার পড়তে হয়।  এর সাথে লালসালু উপন্যাসের কোন বিষয়কে চিহ্নিত করে।       

মুহাম্মদ রুহুল কাদের, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড। মোবাইল# ০১৭১২ ৬১৮১৬৯।                 
Exit mobile version