বেসরকারী পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা মধ্য এপ্রিলে, জুনের শেষে হতে পারে এইচএসসি

আগামী ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষা মধ্য এপ্রিলে ও এইচএসসি ও সমমান পরীক্ষা জুনের শেষে শুরু হতে পারে । আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও ২০২৩ খ্রিষ্টাব্দে প্রণীত সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।

রোববার (২৭ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র – এ তথ্য জানিয়েছেন। অন্য কোনো নির্দেশনা না আসলে এমন পরিকল্পনার রয়েছে বোর্ডের।

ঢাকা বোর্ডের এক কর্মকতারা বলেন, মার্চে এবার রমজান মাস চলবে। ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে। আর জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে। সেভাবে সব প্রস্তুতি চলছে।

Exit mobile version